আক্তারুজ্জামান ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালের নয়া সুপার

0
361

স্টাফ রিপোর্টার : যশোর : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপতালের তত্ত¡াবধায়ক (সুপার) হিসাবে যোগদান করেছেন ডাক্তার মোঃ আক্তারুজ্জামান। মঙ্গলবার সকালে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি ঢাকায় ডিজি অফিসে সহকারী পরিচালক ও ঝিনাইদহে সংযুক্ত ছিলেন।
নয়া তত্ত¡াবধায়ক আকতারুজ্জামান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাড়িহাটা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ২৫তম বিসিএসে তিনি যশোরের কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। এর পরে তিনি যশোরের বাঘারপাড়ার উপজেলার পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা এবং যশোর জেনারেল হাসপাতালে দায়িত্ব পালন করেছেন।
নাক কান গলা ও মেডিসিনে বিশেষজ্ঞ এই চিকিৎসক বলেন, হাসপাতালে পূর্বসুরীদের উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করবো। সরকারি এই হাসপাতালে সবাই যেন চিকিৎসা সুবিধা পায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি আমাদের সকলের। এখানকার ভাল কাজগুলো সাংবাদিকরা যেমন ইতবাচকভাবে দেখবেন, তেমনি ত্রæটি বিচ্যূতিও আমাদের ধরিয়ে দেবেন। আমরা চাই, এই প্রতিষ্ঠানটি যেন স্বাস্থ্য সেবায় দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here