কেশবপুরে জুয়েলার্স সমিতির ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ।। কনক সভাপতি ও মিন্টু সম্পাদক নির্বাচিত

0
332

কেশবপুর ব্যুরো : কেশবপুর উপজেলা জুয়েলার্স সমিতির ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে যশোর জেলা জুয়েলার্স সমিতির সভাপতি রকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয় ও সাধারণ স¤পাদক স্বপন চন্দ্র ওই কমিটির অনুমোদন দিয়েছেন।
২ বছর মেয়াদী এ কমিটিতে মাতৃ জুয়েলার্সের কনক কুমার সেনকে সভাপতি ও নিউ মুসলিম জুয়েলার্সের আব্দুস সাত্তার মিন্টুকে সাধারণ স¤পাদক করা হয়। কমিটির অন্যরা হলেন- উপদেষ্টা মনোরঞ্জন দে, সহ-সভাপতি জগন্নাথ দে ও গোপাল পাইন, যুগ্ম স¤পাদক কার্ত্তিক চন্দ্র রায়, সহ-স¤পাদক মধুসূদন কর্মকার, কোষাধ্যক্ষ গৌতম সেন, সাংগঠনিক স¤পাদক গৌতম কর্মকার, দপ্তর স¤পাদক সমীর চৌধুরী, প্রচার স¤পাদক গোপাল দে, ক্রীড়া স¤পাদক মহাদেব সেন, সদস্য চৈতন্য সরকার, গোকুল কর্মকার, রাজ কুমার দে, তাপস দে, উজ্জল সেন, রনজিত পাল, সনাতন সেন, আশীষ দে, তিতাস দে এবং প্রশান্ত দেবনাথ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here