মৎস্য ও পশু খাদ্যের দোকানে এন্টিবায়োটিক রাখার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা ফিড ব্যবসায়ীর

0
338

প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহের কোটচাঁদপুরে মৎস্য ও পশু খাদ্যের দোকানে এন্টিবায়োটিক রাখার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকালে কোটচাঁদপুর পোষ্ট অফিস মোড়ের গোল্ডেন ফিডের দোকানে এ অভিযান পরিচালিত হয়।
এ অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট আসাদুজ্জামান রিপন। এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মিহির কান্তি বিশ^াস অফিসার, দুই আনসার, এক পুলিশ সদস্য ও উপস্থিত ছিলেন। সোমবার বিকালে কোটচাঁদপুর পোষ্ট অফিসের মোড়ে গোল্ডেন পোল্ট্রি ফিডের দোকান। এ দোকানে এন্টিবায়োটিক বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় দোকান থেকে জব্দ করেন ৬ বক্স এন্টিবায়োটিক ঔষুধ। যার মূল্য ২৪ হাজার টাকা দাবী ওই দোকানির।
এ ব্যাপারে আসাদুজ্জামান রিপন জানান, ওই দোকানটা পল্ট্রি ও ফিস ফিডের দোকান। ওই দোকানে কোন এন্টিবায়োটিক বিক্রি করতে পারেন না। এটার জন্য আলাদা দোকান ও লাইসেন্স থাকতে হবে। এর আগে ফিডের দোকানে অভিযান করা হয়েছিল। দোকানে এন্টিবায়োটিক রাখার অভিযোগে এ জরিমানা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here