ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

0
398

ভ্রাম্যমান প্রনিনিধি,চুকনগর ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসকাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। সন্ধ্যায় ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন সাজিয়াড়া গ্রামের বাবুল গাজীকে দেখতে যান। দেখতে যান হাসপাতালে চিকিৎসাধীণ বিলপাটিয়ালা গ্রামের জুলফিকাল আলী জুলু শেখকে। তাদের চিকিৎসার খোজঁ খবর নেন ও কর্তব্যরত ডাক্তাদের সাথে কথা বলেন। এর আগে আরাজি ডুমুরিয়া গ্রামের সকল শ্রেনী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাতে মির্জাপুর বিশ্বাসপাড়া, মডনøপাড়াসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষেন সাথে মতবিনিময় করেন। এদিকে ডুমুরিয়া সদর ইউনিয়নের ২ নম্বর খলশী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি গত রবিবার সকালে সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না—রাজেউন)। ওই দিন রাত সাড়ে ১১ টায় খলশী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় অংশ নেন। এসময়ে উপস্থিত ছিলেন ব্যাংকার রিজাউল ইসলাম, মোস্তফা শেখ, বিল্লাল শেখ, ব্যাপারি আইয়ুব আলী, নওশের সরদার, আজমত শেখ, আব্দুল হালিম ঢালী, শওকত ঢালী, রিজাউল শেখ, আতিয়ার শেখ, আলমগীর মোড়ল, সুমন শেখ, কবির মোড়ল, ইনামুল হালদার, পলাশ রায়, বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পি, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here