যশোরে ভিভো মোবাইল ফোনের এক্সকুসিভ সপ উদ্বোধন

0
306

স্টাফ রিপোর্টার : যশোরে ভিভো মোবাইল ফোনের এক্সকুসিভ সপের উদ্বোধন করা হয়েছে। সিটি প্লাজার নিউ তনা টেলিকমের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে শহরের লালদিঘির পাড়ে বুধবার বিকেলে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন। এ সময আরো উপস্থিত ছিলেন, কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম, সদর ফাঁড়ি ইনচার্জ সুমন ভক্ত, ইন্সপেক্টর আবু হেনা মিলন, ইন্সপেক্টর শাহাজান আহম্মেদ, ভিভো মোবাইলের ডিস্টিবিউটর কামাল হোসেন, আর এস এম ফরহাদ বাবলু, এএসএম সাইফুল ইসলাম, এক্সিকিউটিভ অনি সরকার, তুষার সাহা প্রমুখ। ডিলার কামাল হোসেন বলেন, আগামি সাতদিন ভিভো এক্সকুসিভ সপে বিশেষ অফার চালু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here