কেশবপুরে ঘের মালিকের বিরুদ্ধে মানবন্ধন

0
463

কেশবপুর ব্যুরো: কেশবপুরে এক ঘের মালিকের বিরুদ্ধে কৃষকেরা মানবন্ধন করেছে। বৃহ¯পতিবার দুপুরে শহরের ত্রিমোহিনী মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কন্দর্পপুর হাজরা তলার কুড়ের প্রায় ১৩০ বিঘা জমিতে খালিদ হোসেন ২০১৭ সাল থেকে জবরদখলে নিয়ে মাছ চাষ করে আসছে। এ কারণে বিলের পানি নিষ্কাশনের একটি মাত্র কালভার্টের মুখ আটকিয়ে রেখেছে। বর্ষা মৌসুম এলেই ঘেরের পানি কবরস্থান ও মানুষের বাড়িতে উঠে আসে। এতে প্রায় ঘেরের আশেপাশে ৬ মাস জলাবদ্ধতার সৃষ্টি হয়ে। এছাড়া ঘেরের ভেড়ি হিসেবে সরকারি রাস্তা ব্যবহার করে আসছে। জমির মালিকরা প্রতিবাদ করলে মারধরসহ তাদের কথা উপেক্ষা করে মাছ চাষ কার্যক্রম চালিয়ে আসছে। এ কারণে ওই ঘের মালিককে মাছ চাষ করার জন্য জমি দিতে আগ্রহী না তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, হাজরাতলা বিল কমিটির সভাপতি আব্দুল লতিফ মোড়ল, নির্বাহী সদস্য আব্দুস সোবহান, রুহুল আমিন হিরণ, আব্দুল মান্নান, জমির মালিক আব্দুল কাদের মোড়ল, আমির আলী, আবুল কালাম আজাদ, মজিবার রহমান সানা, আব্দুস সামাদ, গোলাম মোস্তফা প্রমুখ।

এ বিষয়ে ঘের মালিক খালিদ হোসেন বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সত্য নয়। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here