নড়াইলে জাতীয় ভিটামিন“এ” প্লাস ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

0
311

নড়াইল প্রতিনিধি ঃ  আগামী ৫ জুন-২০২১ পক্ষকাল ব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন কর্মসুচি পালন উপলক্ষে নড়াইলে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন অফিসের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ নাসিমা আক্তারের সভাপতিত্বে সভায় মেডিকেল অফিসার ডাঃ শফিক তমাল, পুষ্টি কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ম্যোল্যা ফোরকান আলী, মোঃ নাজমুল ইসলাম, হারাধন মজুমদার,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এ ক্যাম্পেইনে জেলায় মোট ৯৭ হাজার ৫ শত ৮৫ জন শিশুকে এ ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।
৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৮ শত ৫ জন শিশুকে নীল রঙের “এ” (১লক্ষ আই,ইউ) ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৫ হাজার ৭ শত ৮০ জন শিশুকে লাল রঙের “এ” ক্যাপসুল ( ২ লক্ষ আই,ইউ)খাওয়ানো হবে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here