প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ভারতফেরত ক্যান্সার রোগীর মৃত্যু

0
309

স্টাফ রিপোর্টার: যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ইমাদুল হক (৫৩) নামে ভারতফেরত এক পাসপোর্ট যাত্রী মারা গেছেন।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন।
ইমদাদুল হক নওগার রানীনগর উপজেলার ডাকাহারপাড়ার বারেক মোল্লার ছেলে।
বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক পলাশ কুমার দাশ জানান, ক্যান্সারের চিকিৎসার জন্য স্ত্রীকে সাথে নিয়ে তিনি ভারতে গিয়েছিলেন। লাস্ট স্টেজে থাকায় চিকিৎসকরা তাকে ফেরত পাঠান। গত ২৪ মে তিনি বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেন। এরপর রোগী হওয়ায় প্রশাসনের কর্মকর্তারা তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য বক্ষব্যাধি হাসপাতালে পাঠান। এখানে তিনি চিকিৎসাধীন অবস্থাতেই সন্ধ্যায় মারা যান। তিনি ও তার স্ত্রী করোনা নেগেটিভ ছিলেন। মৃত্যুর পর তার নিয়মানুযায়ী তার করোনা পরীক্ষার জন্য ফের নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি বিধি মোতাবেক তার মরদেহ নওগায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here