মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় আমিন মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪জুন) সকাল নয়টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এরআগে বৃহস্পতিবার (৩জুন) রাত আটটার দিকে মণিরামপুর-নেহালপুর সড়কের কামালপুর মোড়ে তিনি দুর্ঘটনার শিকার হন।
নিহত আমিন মোল্লা কামালপুর ওয়ার্ডের কাউন্সিলর বাবুল আক্তারের বাবা।
মণিরামপুর থানার এসআই আক্তারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে রাস্তা পার হচ্ছিলেন আমিন মোল্লা। এসময় নেহালপুরের দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্বজনরা আমিন মোল্লাকে মণিরামপুর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান বৃদ্ধ।














