টিবি ক্লিনিক এলাকা থেকে ৩০ ভরি সোনা চুরি মামলায় আরো দুইজন আটক.সোনা উদ্ধার

0
275
স্টাফ রিপোর্টার : যশোর টিবি ক্লিনিক এলাকায় ডাক্তার ইসরাত জাহান আলম অনির বাড়ি থেকে ৩০ ভোরি সোনা চুরি ও টাকা লুটের মামলায় আরো দুই আসামিকে আটক করেছে পুলিশ। তারা হলেন, শহরের আনসার ক্যাম্প এলাকার রহিমের ছেলে হাসান ও টিবি ক্লিনিক এলাকার খাইরুলের স্ত্রী নিলা বেগম। এ সময় সাত ভরি চুরি যাওয়া সোনা ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। গতবছরের ১৩ ডিসেম্বর দুপুর থেকে ১৫ ডিসেম্বর সকালের মধ্যে যেকোনো সময় চুরি হয় অনির বাড়িতে চুরি হয়। চোরচক্রের সদস্যরা তার ৩০ ভরি সোনা যার আনুমানিক মুল্য ২১ লাখ টাকা ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে থানায় মামলার পর জড়িত সন্দেহে শংকরপুর জিরো পয়েন্ট মোড় এলাকার মৃত বাবু মোল্যার ছেলে আশিকুর রহমান ওরফে বাপ্পিকে আটক করে আদালতে সোপর্দ করে। একই সাথে পাঁচদিনের রিমান্ড আবেদন জানান। গত সোমবার একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। শনিবার বাবুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চা ্যকর তথ্য। তার স্বীকারোক্তিতে সোনা উদ্ধার ও চোরাই কাজে জড়িতথাকায় ওই দুই আসামিকে আটক করে। একই সাথে সোনা ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। এছাড়া
দোকানের মালিক বেজপাড়া কবরস্থান এলাকার নুর মোহাম্মদের ছেলে ফিরোজ ও তার দোকানের এক কর্মচারীকে পুলিশ হেফাজতে নিয়েছে বলেও পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here