দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের নিদর্শায়  করোনা মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণের কার্যক্রম  ও লকডাউন চলমান  

0
308
আবুল হাসান দেবহাটা (সাতক্ষীরা)  প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলায় করোনা মহামারী পরিস্থিতি  নিয়ন্ত্রণে রাখতে লক্ষ্যনীয় ভাবে কাজ করে যাচ্ছে।  উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। তার নিদর্শায় উপজেলার আওতায় ০২নং- পারুলিয়া, কুলিয়া,সখিপুর,নাওয়াপাড়া,দেবহাটা,টাউনশ্রীপুর,ইউনিয়নের চেয়ারম্যান, তানারা তাদের ওয়ার্ড  পর্যায়ে সকল মেম্বার কে ওয়াডে কমিটিগঠন করে এবং তাঁদের মধ্যেমে গ্রামেগ্রামে করোনা মহামারীসংক্রান্তমন থেকে সকল সাধারণ মানুষকে   রক্ষা পেতে স্বাস্থবিধি মেনে সমাজিক দুরাত্ত বুজাই রেখে  চলাচলের নিদর্শানার কাজের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।সরজমিন পরিদর্শন কালে দেখা গেছে,অনেকেই নিজেদের মতমতের উপরে চলছে।জানতে চাইলে বিভিন্ন অজুহাতের কথা বলে।চেয়াাারম্যান সাইফুুল ইসলাম বলেন সরকারের নিদর্শনা বাস্থবায়োনে আমরা কঠোর ভাবে কাজ করে যাচ্ছি।সে অনুযায়ী দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তিনি নিজের জীবন বাজী রেখে   সাধারন মানুষকে এই করোনামহামারী সংক্রান্তমন থেকে রক্ষা করতে আল্লাহর উপর ভরসা করে কাজ করে যাচ্ছে।এদিকে দেবহাটা উপজেলা জাতীয় শ্রমিক লীগের ছিনিিিয়ার সহ-সভাপতি মোোঃ শহিদুল ইসলাম (বাবু ) পারুলিয়ার দফাদার মোঃনুরুল ইসলাম।তাদের দুুই জনের সাথে তথ্য সংগ্রহের সময়  দেখা হয়,তানারা বলেন, সরকার যে ভাবে  কাজ করে যাচ্ছে এই সু- বাদে সরকার কে স্বাগতম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here