মোংলায় করোনা সংক্রমোন প্রতিরোধে মাঠে নামছে কোসটগার্ড

0
383

মোংলা প্রতিনিধি : মোংলায় করোনা পরিস্থিতি আরো অবনতী হচ্ছে। গত বৃহস্পতিবার ২৪ ঘন্টায় ২৫ জনের নমুনা পরিায় ১০জন আক্রান্ত, মৃত্যু হয়েছে দুইজনের। তবে শুক্রবার নমুনা পরিক্ষা না হওয়ায় শুক্র ও শনিবার এ দুই দিনের পরিক্ষা সকাল ১০টা থেকে নেয়া হচ্ছে, যার ফলাফল শানিবার বিকাল ৩টায় জানানো হবে বলে জানায়স্বাস্থ্য বিভাগ।
মোংলায় চলমান বিধিনিষেধ চললেও করোনার সংক্রমণ হার অনুকুলে না আসায় স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য আজ ৫ জুন শনিবার সকাল থেকে মাঠে থাকবে কোস্টগার্ড।

সকল প্রকার যান চলাচল সম্পুর্ন বন্ধ ঘোষনা থাকলেও বেশ কিছু জায়গায় স্বাস্থ্যবিধি না মেনে রিক্সা, ভ্যান, নছিমন ও ইজিবাইক চলাচল করছে বলে অভিযোগ স্থানীয়দের। তাই এক দিকে চলছে কঠোর বিধি নিষেধ তার মধ্যেও মানুষের মাঝে আসছে না স্বাস্থ্য সচেতনতা। পৌর এলাকা ছাড়া ইউনিয়ন পর্যায়ও কঠোর নিধি নিষেধের আওতায় আনা হয়েছে। এ জন্য মানুষকে সচেতন করার লক্ষে পুলিশ ও উপজেলা প্রশাসনের পাশে মাঠে থাকবে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যরা।

২৮ মেয়ে থেকে ৩ জুন গত এক সপ্তাহে মোট ১৬৮ জনের নমুনা পরিায় ১০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৬জন। তবে সরকারী হিসাব মতে ৪জনের তালিকা রয়েছে স্বাস্থ্য বিভাগের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here