যশোরের বাঘাপাড়ায় এক বিধবাকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আসামি করে আদালতে মামলা 

0
363
স্টাফ রিপোর্টার : যশোরের বাঘাপাড়ার তৈলকুপ গ্রামের এক বিধবাকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগে একই পরিবারের তিনজনকে আসামি করে আদালতে একটি মামলা হয়েছে। সোমবার তৈলকুপ গ্রামের মৃত তাহা মোল্লার স্ত্রী রাজিয়া খাতুন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগটির তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন পিবিআইকে। আসামিরা হলো তৈলকুপ গ্রামের তরিকুল ইসলাম ও তার স্ত্রী আদরী বেগম এবং ভাই উলাদ মোল্লা।
মামলার অভিযোগে জানা গেছে, রাজিয়া খাতুনের স্বামী তাহা মোল্লা দীর্ঘদিন বিদেশে ছিলেন। একপর্যায়ে বিদেশে তার মৃত্যু হয়। রাজিয়া খাতুন তার স্বমীর বাড়িতে বসবাস করেন। তার স্বামীর রেখে যাওয়া টাকা ও মৃত্যু পর বিদেশ থেকে আসা টাকা কথা আসামিরা জানতে পেরে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসামিরা বেশ কিছুদিন ধরে হুমকি দিয়ে আসাছিল। আসামি উলাদ মোল্লা একবার চাঁদার ৫০ হাজার টাকা নিয়েছিল। গত ৫ জুন ওই তিনজনসহ অপরিচিত ৪/৫ জন তার বাড়িতে এসে চাঁদার বাকি দেড় লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় আসামি রাজিয়া খাতুনকে ধরে বেদম মারপিট করে জখম করে। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিরা বাড়ি-ঘর ভাংচুর ও সোনার গহনা চুরি করে নিয়ে যায়। পরে স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here