যশোরে কুদ্দুস খান হত্যা মামলার আসামি সম্রাটকে একদিনের রিমান্ড 

0
353
স্টাফ রিপোর্টার : যশোরে কুদ্দুস খান হত্যা মামলার আসামি স¤্রাটকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন এই রিমান্ড মঞ্জুর করেন। আসামি স¤্রাট শহরের পুরাতন কসবা বিবি রোডের আমির হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, যশোর মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডাক্তার শরিফুল আলমের গাড়ি চালক এবং শহরতলীর নওদাগ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস খান এবং তার ছেলে বিপ্লব হোসেন পালবাড়ি ঘোষপাড়ার সেলিমের ৪৪ হাজার টাকা পেতেন। গত বছরের ৬ নভেম্বর দুপুরে কুদ্দুস খান ও তার ছেলে বিপ্লব হোসেন পালবাড়ি ঘোষপাড়ার সেলিমের বাড়িতে যান। পাওনা টাকা চাওয়ায় পিতা-পুত্রের উপর ক্ষীপ্ত হয় সেলিম। এক পর্যায় কুদ্দুস খান ও তার ছেলেকে ছুরিকাঘাত করা হয়। সন্ধ্যা ৭টার দিকে কুদ্দুস খানমারা যান। এই ঘটনায় কুদ্দুসের স্ত্রী শামসুন্নাহার বাদী হয়ে সেলিম, সম্্রাট, শফিকুল ইসলাম শফি ও মণিরামপুর উপজেলার গালদা গ্রামের দক্ষিণ পাড়ার কামরুলের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। এই মামলায় স¤্রাটকে আটকের পর পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। গতকাল সোমবার শুনানি শেষে তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here