স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিপুল দায়িত্ব গ্রহন করেছেন। দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করলেন ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। বৃহস্পতিবার দুপুরে তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর শহরের বকুলতলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে তিনি যশোর শহরের খড়কি কবরস্থানে যশোর সদর উপজেলা চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরার কবর জিয়ারত করেন। শেষে যশোর সদর উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, চাঁচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস, যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ শাহেদ হোসেন নয়ন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দাউদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, যশোর জেলা যুবলীগের শিা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মুকুল, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বিদ্যুৎ, বর্তমান সহ সভাপতি রুহুল কুদ্দুস, শহর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রেজোয়ান হোসেন মিথুন প্রমুখ।















