লোহাগড়ায় অন্যের সম্পত্তি আত্মসাৎ করতে তৎপর জালিয়াতচক্র

0
266

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর এলাকায় একদল প্রতারক চক্র জালজালিয়াতির মাধ্যমে অন্যের সম্পত্তি আত্মসাৎ করবার অপতৎপরতা চালাচ্ছে। পারশালনগর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেন, আমার পিতা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নজরুল ইসলামের মৃত্যুর পর মা ও বোনকে নিয়ে আমি পিতার রেখে যাওয়া সামান্য জমাজমিতে কৃষি কাজ করে নিজ বাড়িতে বসবাস ও জীবিকা নির্বাহ করছি। কিন্তু বাতাসি গ্রামের মৃত দবির শেখের ছেলে ভূমি দস্যু ও জালজালিয়াত চক্রের সদস্য মোঃ হেমায়েত হোসেনসহ সঙ্গীয়রা প্রতারনা ও জালিয়াতির আশ্রয় নিয়ে আমার পিতার দলিল ও রেকর্ডিয় বসতবাড়িসহ জমাজমি দখলের অপচেষ্টা করছে। ওই প্রতারক চক্র জালজালিয়াতির আশ্রয় নিয়ে জালিয়াতি দলিল সৃজনসহ সম্পত্তি বেচাকেনার পায়তারা করছে। মোঃ আব্দুল্লাহ আল মামুন অভিযোগে আরো জানান, ভূমিদস্যু মনির হোসেন আল্লাদ, সুফিয়া খানম, হেনা বেগম, বন্নি খানম, হেমায়েত হোসেন সহ অজ্ঞাতরা ২০১৬ সালের ১৭ মে রাতে আমার বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে আমার দাদি কুলসুম বেগম(৮৩) এর লাশ ছুঁড়ে দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে চলতি বছর ২৫ মে নড়াইল বিজ্ঞ আমলি আদালতে মোঃ আব্দুল্লাহ আল মামুন বাদি হয়ে উপরিল্লেখিতদের নামে মামলা দায়ের করেছেন। যার নং-এমপি/৫৪/২১। সূত্র জানায়, মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে পিবিআই (যশোর)। মোঃ আব্দুল্লাহ আল মামুন আশংকা করছেন, ভূমি দস্যুরা তার পরিবারের বড় ক্ষতিসাধন করতে পারে। এ বিষয়ে লোহাগড়া থানায় গত ৬ জুন সাধারণ ডায়েরি করেছেন তিনি। যার নং- ২৩১। অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here