সুন্দরবনে বাঘের মুখ থেকে ছুটে আসা হরিণ লোকালয় থেকে উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত

0
316

মোংলা প্রতিনিধি : সুন্দরবন থেকে বাঘের আক্রমনের শিকার হওয়া একটি মায়া হরিন (বার্গিন ডিয়ার) লোকালয় থেকে উদ্ধার করেছে বন বিভাগ। ১০ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারি বাজার সংলগ্ন দুলালের বাড়ি থেকে বাঘের আক্রমণের শিকার হওয়া আহত হরিণ উদ্ধার করা হয়। বন রক্ষীরা নিবির পর্যবেক্ষন ও প্রাথমিক চিকিৎসা শেষে আবার তাকে বনে অবমুক্ত করে। আহত হরিনটি মোংলা উপজেলা চিলা ইউনিয়নের বৈদ্যমারী বাজার সংলগ্ন দুলালের বাড়ির পাশের বাগানে যন্ত্রনায় কাতরাচ্ছিল। এসময় দুলাল হরিনটি দেখে বন রক্ষীদের খবর দেয় । উদ্ধার কর্মিরা হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে বনে অবমুক্ত করে দেয়। চাদপাই রেঞ্জ’র বন রক্ষী মিজানুর রহমান জানায়, ধারনা করা হচ্ছে, ৪/৫ দিন পুর্বে হরিনটিকে বাঘে আক্রমন করেছিল। গায়ে বাঘের নখ ও দাতের আঘাতের চিহ্ণ রয়েছে। চিকিৎসা শেষে সুস্থ করে পুনরায় বনের গহিনে হরিনটিকে অবমুক্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here