খাজুরায় করোনা আক্রান্ত ইউপি সচিবের মৃত্যু

0
246

স্টাফ রিপোর্টার : যশোরের খাজুরায় করোনা আক্রান্ত হয়ে ইউপি সচিব কামরুজ্জামান তুহিন (৪৫) মৃত্যু বরণ করেছেন। বুধবার (১৬ জুন) সকাল দশটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কামরুজ্জামান তুহিন স্থানীয় চন্ডিপুর গ্রামের শেখ জয়নুদ্দীনের ছেলে ও বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন পরিষদের সচিব। দীর্ঘদিন যাবৎ খাজুরা বাজারের মথুরাপুর এলাকায় বসবাস করতেন তিনি। ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের ভাই শেখ সাহান জানান, ১৫ দিন আগে হঠাৎ করে কামরুজ্জামান তুহিনের জ্বর আসে। এ সময় স্থানীয়ভাবে চিকিৎসা নেন তিনি। জ্বর নিয়ন্ত্রণে না আসায় গত ১ সপ্তাহ আগে যশোর জেনারেল হাসপাতালে করোনা পরীা করান। পরীায় ফলাফল পজিটিভ আসে। ডাক্তারি পরামর্শে তুহিন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার প্রচুর শ^াসকষ্ট শুরু হলে তার শ্যালক রফিকুল ইসলাম তাকে ঝিনাইদহে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে সদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তুহিনের মৃত্যু হয়। বাঘারপাড়ার জহুরপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আমিন উদ্দীন বলেন, বিষয়টি ইউএও স্যার আমাকে জানিয়েছেন। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের একটি টিম মরদেহ দাফন করতে আসবে। বিকেল তিনটার পরে মরদেহ চন্ডিপুর গ্রামে পৌঁছালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আফরোজ জানান, কামরুজ্জামান তুহিন ইউপি সচিব হওয়ায় দীর্ঘদিন একসাথে কাজ করেছি। তার মৃত্যুটা খুবই বেদনাদায়ক। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। ইউএনও আরও জানান, খাজুরা বৃহৎ একটি জনবহুল বাজার। করোনার দ্বিতীয় ধাপে এই এলাকায় উপসর্গ নিয়ে এ পর্যন্ত পাঁচ জন মারা গেছেন। বৃহস্পতিবার উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভা রয়েছে। খাজুরা বাজারকে ‘লকডাউন’ ঘোষণা করার সিদ্ধান্ত সভায় নেয়া হতে পারে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here