নড়াইল পৌরসভার ৯ নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশা,দেখার কেউ নেই

0
283

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের সুলতান বাজার থেকে নড়াইল প্রজাপতি পার্ক( ডিসি পার্ক)রাস্তাটির বেহাল দশা। যাত্রীবাহী ইজিবাইক,মটরসাইকেল ভ্যান সহ শতশত গাড়ি প্রতিদিন চলাচল করে এ রাস্তা দিয়ে। বিশেষ করে বালিবাহী ট্রাকের যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এবরো-থেবড়ো রাস্তা দিয়ে যাত্রীবাহী ইজিবাইক,ভ্যান ,মটর সাইকেল চলাচলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনাজনিত কারণে যাত্রীবাহী ইজিবাইক ,মটর সাইকেল ভ্যান উল্টে প্রাণহানির আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরজমিনে গিয়ে দেখা যায়,সুলতান বাজার পার হয়ে নড়াইল লোহাগড়া প্রধান সড়কের কালভাটের নিচ দিয়ে নড়াইল প্রজাপতি পার্ক (ডি সি পার্ক) পর্যন্ত চলে গেছে রাস্তাটি। । এই ব্যস্ততম রাস্তাটি ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পৌর কর্তৃপরে নির্মিত আলোচ্য রাস্তাটি কিছু দিন পূর্বে কিছু ভাঙ্গা ইট ফেলে মেরা মতের চেষ্টা করে ছিল কতৃপ। কিন্তু লাভ কিছুই হয়নি । এলাকাবাসীর কষ্ট আরো বেড়েছে। একটু বৃষ্টি হলে পানি জমে রাস্তাটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে।
স্থানীয় এলাকাবাসী ইমাম হাসান এ ব্যাপারে বলেন, যানবাহন চলাচলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ রাস্তাটি দ্রুত মেরামত করা প্রয়োজন। তা না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনায় কোনো যাত্রীবাহী ইজিবাইক উল্টে গেলে প্রাণহানি ঘটতে পারে। ইজিবাইক চালক আব্দুল আলী বলেন, এ রাস্তর ভাঙ্গা অংশ দিয়ে আমরা জীবনের ঝুঁকি ও গাড়ি অকেজো হওয়ার ঝুঁকি নিয়ে চলাচল করি। বৃষ্টির দিনে এ রাস্তা দিয়ে চলা আরো বিপজ্জনক। এলাকাবাসী দ্রুত রাস্তাটি সংস্কারের দাবী জানিয়েছেন কতৃপরে কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here