রাজগঞ্জের শাহাপুর মাঠে দুই ইউনিয়নের কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

0
269

আনিছুর রহমান : বুধবার বিকেলে মনিরামপুর উপজেলার শাহাপুর ভাটার মাঠে দুই ইউনিয়নের কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের পুর্বে সকাল থেকে প্রধান অতিথি যশোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস চালুয়াহাটি ও মশ্মিমনগর ইউনিয়নের বিভিন্ন মাঠের কন্দাল ও মসলা জাতীয় ফসল পরিদর্শন করেন। চালুয়াহাটি ও মশ্মিম নগর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তদের আয়োজনে বিকাল তিনটার অনুষ্ঠানে ২০২০-২০২১ অর্থ বছরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় গাছ আলু, মিষ্টি কুমড়া ফসলের উপর দুই ইউনিয়নের কষকদের সম্মুখে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবুল হাসান। আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন শাহনাজ, উদ্ভিদ সংরণ কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস, চালুয়াহাটি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এসএম মারুফুল হক, হাবিবুর রহমান, ফারহানা ফেরদৌস ও মশ্মিমনগর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান, আলতাফ হোসেন, রাইমা খাতুন ও এস এম ই তে জেলার শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত কৃষক সিরাজুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here