কালিয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

0
271

কালিয়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলের কালিয়ায় সরকারী নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে উপজেলার বাকা ও বড়দিয়া বাজারে ব্যবসায়ীদের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জহুরুল ইসলাম। ২৫ জুন (শুক্রবার) বিকেলে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, বাকা বাজারে ৫ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা এবং বড়দিয়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী উপজেলার পাটনা মৃত সাহেব খানের ছেলে নাসির খানকে ৫ শত, চোরখালী গ্রামের মৃত নিরঞ্জন রায়ের ছেলে (মুরগী ব্যবসায়ী) সুভংকর রায়কে ৫ শত, ভাউড়িরচর গ্রামের পিন্টুর ছেলে (মুরগী ব্যবসায়ী) আঃ রহিমকে ৫ শত, বি-পাটনা গ্রামের আঃ আজিজের ছেলে সেলুন ব্যবসায়ী মানিক বিশ্বাসকে ৫ শত, চোরখালী গ্রামের মৃত আসাদ খানের ছেলে কম্পিউটার ট্রেনিং সেন্টার বনি আমিনকে ৫ শত, লোহাগড়া উপজেলার চাপুলিয়া গ্রামের মাহাল মোল্যার ছেলে কাঁচামাল ব্যাবসায়ী অছেল মোল্যকে ৫শত, মঙ্গলপুর গ্রামের সোহরাব মোল্যার ছেলে কাঠ ব্যবসায়ী রাকিব মোল্যাকে ৫শত, চোরখালী গ্রামের দুলাল দাশের ছেলে কাঠ ব্যবসায়ী দেবু দাশকে ১হাজার, চোরখালী গ্রামের মৃত আজিজ মোল্যার ছেলে কাঠ ব্যবসায়ী এস্কেন্দার মোল্যাকে ৫ শত এবং একই গ্রামের মৃত আইব মোল্যার ছেলে কাঠ ব্যবসায়ী টুটুল মোল্যাকে ৫শত টাকাসহ সর্বমোট ৯হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জহুরুল ইসলাম বলেন, বৈশ্বিক করোন াভাইরাস প্রতিরোধে নড়াইলে কঠোর লকডাউন চলছে। কিছু অসাধু ব্যবসায়ী সরকারী নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ভ্রাম্যমান আদালতের ২৬৯ ধারায় অপরাধী সাব্যস্ত হওয়ায় তাদেরকে এ জরিমান করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here