ডুমুরিয়ায় চলছে লকডাউন, মানছে না কেউ!জনসচেতনতা তৈরির প্রচেষ্টায় উপজেলা প্রশাসন

0
334

কোমল রাহা,ডুমুরিয়া,খুলনা : করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় খুলনা জেলা ও খুলনা মহানগরীতে এলাকায় লকডাউন ঘোষণা করা হয়। তবে লকডাউন ঘোষণা হলেও তা মানছেন না কেউ। জনসাধারণের চলাচলে কোন পরিবর্তন দেখা যায়নি। এমনকি নিষেধাজ্ঞার আওতায় থাকা পশু হাঠ বিভিন্ন রাস্তার পাশে চলছে প্রশাসনের চোখ ফাকি দিয়ে।সাধারণ মানুষের মধ্য সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। বাজারে আসা অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক।দোকানপাট বন্ধ থাকলেও দোকানের সামনে বা আশেপাশেই চুপচাপ বসে রয়েছেন দোকানের মালিক বা কর্মচারী। পরিস্থিতি বুঝে বন্ধ সাটার খুলে বেচাকেনাও করছেন তারা। দৈনিক যশোরের ক্যামেরায় দেখে অনেক দোকানদার সাটার বন্ধ করতে সচষ্টে হয় । প্রশাসনের সাথে চলছে চোরপুলিশ খেলা ।প্রশাসন আসার সংবাদ পাওয়া সাথে সাথে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে,চলে যাওয়ার সাথে সাথে আবার সবকিছু আগের মত চলছে ।নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কোন ভাবে জনগনকে সচতেন করা যাচ্ছে না । মাস্ক ব্যবহারে সাধারণ জনগনের মধ্য দেখা যায় অনিহা ।বাস,মহেন্দ্রা বন্ধ থাকলেও ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক,প্রশাসনের দৃষ্টিঅগোচরে চলছে আগের মতই।।তবে বেশ কিছু জায়গায় পুলিশ চেকপোষ্ট দেখা যায়। উপজেলা প্রশাসন সর্বাত্বক প্রচেষ্টা করে যাচ্ছে সাধারণ মানুষের মধ্য জনসচেতনতা তৈরির ।উপজেলা প্রশাসনের প হতে মাইকিং করা হচ্ছে বিভিন্ন বাজারে বাজারে । ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ দৈনিক যশোরের প্রতিবেদকে বলেন ,আমরা উপজেলা প্রশাসনের প হতে সরকার ঘোষিত নির্দেশনা কার্যকরে সার্বিক ভাবে কাজ করে যাচ্ছি ।আমরা নিয়মিত মোবাইল কোর্টে পরিচালনা ,পুলিশ চেকপোষ্ট ,মাইকিং, জনসচেতনতা সৃষ্টির জন্য একাধিক টিম মাঠে আছে। তারা কাজ করছেন।তিনি উপজেলা প্রশাসনের পহতে ডুমুরিয়া বাসীর প্রতি অনুরোধ করেন আপনরা ঘরে থাকুন,মাস্ক পরুন ,সামাজিক দূরত্ব মেনে চলুন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here