গাজী আব্দুল কুদ্দুস,চুকনগর ঃ খুলনার ডুমুরিয়া উপজেলায় মাঘ-ফাল্গুন মাসের পরে আর খালে পানি থাকে না। মাছ ধরা তো দূরে থাক বিলে গরু-ছাগল চরাতে আনলে চৈত্রের প্রখর রোদে গরু-ছাগলকে পানি খাওয়ানোর উপায় থাকে না। গরু-ছাগলকে পানি খাওয়াতে তাই পাশের গ্রাম থেকে কলসিতে বা বালতিতে করে পানি আনতে হয়। কৃষি চাষাবাদে পানির সংকটে ভুগতে হয়। কিন্তু এবার খালটি খনন করায় সেই সমস্যা আর নেই। দীর্ঘদিন খালটি ভরাট হয়ে থাকার পর এবার মৎস্য অধিদপ্তরের অর্থায়নে খালটি খনন করায় সেই সমস্যা নেই। এমনটাই বলছিলেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলা নলঘোনা খালের পাড়ের বাসিন্দা আমিনুর রহমার বিশ্বাস। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলার ১০টি খাল খনন করা হচ্ছে। যার ব্যয় ধরা হয়েছে ১০কোটি ৮১ল ১৬হাজার টাকা। ইতোমধ্যে বেশিরভাগ খাল খনন কাজ শেষ হয়েছে। খাল গুলো হচ্ছে সাহস ইউনিয়নের দোয়াইনের খাল পুনঃখনন প্রকল্প ডার ব্যয় ধরা হয়েছে ১৯লাখ ৯৪হাজার টাকা। গুটুদিয়া ইউনিয়নের ফলইমারী খাল পুনঃখনন প্রকল্প যার ব্যয় ধরা হয়েছে ১৯লাখ ৭৬হাজার টাকা। সাহস ইউনিয়নের ও হাতুড়িয়া দুয়ানি খাল পুনঃখনন প্রকল্প ১৯ লাখ ৫৪হাজার টাকা। উপজেলার সদর ইউনিয়নের নলঘোনা বদ্ধ জলাশয় পুনঃখনন প্রকল্প দুটি অংশে যার একটি অংশে ১২লাখ ৪২হাজার ও যার ব্যয় ধরা হয়েছে ১৪লাখ ৫৩হাজার টাকা। শোভনা ইউনিয়নের ঝিলা মরা নদী পুনঃখনন প্রকল্প যার ব্যয় ধরা হয়েছে ১৯লাখ ৯৭হাজার টাকা। শরাফপুর ইউনিয়নের ভদ্রা মরা নদী পুনঃখনন প্রকল্প তিনটি অংশে মোট বরাদ্দ ৪৫লাখ টাকা। শোভনা ইউনিয়নের শাখাই খাল পুনঃখনন প্রকল্প যার ব্যয় ধরা হয়েছে ১৫লাখ টাকা। এ সকল খাল খননেন অর্থ সংশ্লিষ্ট পিআসির মাধ্যমে বাস্তবায়ন করা হয়। ইতোমধ্যে ৭টি খালের বরাদ্দকৃত অর্থের তিন দফায় অর্থ উত্তোলন করা হয়েছে। অপর তিনটি খালের কাজ ভাল না হওয়ায় তাদের তৃতীয় কিস্তির টাকা দেয়া হয়নি। এদিকে অনেকেই চুড়ান্ত বিল পেতে জোর চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। তবে উপজেলা মৎস্য অফিস কাজের সন্তুষ্টির উপর নির্ভর করে তাদের চুড়ান্ত বিল প্রদান করবে বলে জানা গেছে। সরেজমিনে যেয়ে দেখা ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ডুমুরিয়া সদরের নলঘোনা (বদ্ধ) খালটি দুটি অংশে বিভক্ত করে খনন করা হয়েছে। যার একটি অংশের দৈর্ঘ্য ৫৫০ মিটার এবং প্রস্থ ৬০ফুট, অপর একটি অংশের দৈর্ঘ্য ৫৫০মিটার এবং প্রস্থ ৮০ ফুট। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক গাজী বলেন, খালটি খননের ফলে গুষ্ক মৌসুমে চাষাবাদের জন্যে পানি সংকট, আবার বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে তারা রা পাবেন। পাশাপাশি মাছ ধরতে পারবো। তিনি আরো জানান, গত মৌসুমে খাল খননের চেয়ে এবার যথেষ্ট ভাল করে খালটি খনন করা হয়েছে। তবে খননকৃত ১০টি খালের মধ্যে ঝিলা মরা নদী পুনঃখনন, শোভনা ইউনিয়নের শাখাবাঈ খাল পুনঃখনন, হাতুড়ি দুয়ানি খাল, ভদ্রা নদীর সাহস ইউনিয়নের অংশের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। সিডিউল অনুযায়ী খাল খনন না করে কেউ কেউ দ্রুত খালে পানি ভরাট করে দিয়েছন বলেও অভিযোগ রয়েছে। যদিও মৎস্য অফিস বলছে তাদের কাজ সন্তোষজনক ভাবে না করলে চুড়ান্ত ও বকেয়া বিল প্রদান করা না। স্থানীয় আওয়ামীলীগ নেতা আছফার হোসেন জোয়াদ্দার বলেন, স্থানীয় সংসদ সদস্য ডুমুরিয়া-ফুলতলার যোগাাযোগ, শিা, স্বাস্থ্য শিা ব্যবস্থার ব্যাপক কাজ করছেন। কৃষি ও মৎস্য সম্পদের উন্নয়ন ও এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য বদ্ধ ও ভরাট হওয়া খাল, জলাশয় খনের উদ্যোগ নেন। পুনঃখননকৃত সকল খালের আশপাশের বিলে কৃষি পূন্য উৎপাদন ও মাছ চাষ ব্যাপক ভূমিকা রাখবে। পাশাপাশি এলাকার বেশ কয়েকটি বিলের পানি খাল দিয়ে সরিয়ে এলাকার জলাবদ্ধতা নিরসন সম্ভাব হবে। উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোঃ আবু বক্কার সিদ্দীক জানান, জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাধ্যমে মৎস্য অধিদপ্তরের আওতায় এ খাল খনন কর্মসূচী চলছে। খাল খনন করার ফলে ওই অঞ্চলের জনসাধারণ মৎস্য চাষ ও ফসল উৎপাদনে পানি সংকটে ভুগবে না। খাল খননের ফলে প্রত্য ও পরোভাবে জলাশয়ের পার্শ্ববর্তী কৃষক, গরীব মৎস্যজীবী ও সাধারণ জনগণ সেচ সুবিধাসহ মৎস্য চাষের মাধ্যমে আমিষের ঘাটটি মেটাতে পারবেন। সেই সাথে বিলুপ্ত অথবা বিলুপ্ত প্রায় মৎস্য প্রজাতি ফিরে পাওয়া যাবে। খালের পার্শ্ববর্তী গরীব জনগণ আর্থিক স্বচ্ছলতা ফিরে পাবে বলেও তিনি আশাবাদী ব্যক্ত করেন।
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির...
স্টাফ রিপোর্টার ।। জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর...
দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে যশোরে নাগরিক সমাজের মানববন্ধন
যশোর অফিস : দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ ও বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।
সোমবার বেলা...
বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা বন্ধ, কর্মচারীদের ব্যানার টানিয়ে প্রতিবাদ
যশোর অফিস : যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের সরকার নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত কাজের বিপরীতে প্রাপ্য অধিকাল ভাতা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ...
মিথ্যা মামলায় ব্যবসায়ী আটকের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন
যশোর অফিস : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বড় ভাইকে আটক করার অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা জুয়েল...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা বিষয়ক সভা...
স্টাফ রিপোর্টার : সোমবার সকাল ১১টায় যশোর সদর উপজেলা প্রশাসনের
উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন
শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে...















