নাভারণ (যশোর) সংবাদদাত্ া॥ যশোরের সীমান্ত লাগোয়া বেনাপোল পৌরসভা ও শার্শা উপজেলায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে কোভিড-১৯ রোগির সংখ্যা লাগামহীন ভাবে বেড়েই চলেছে। সীমান্তবর্তী বেনাপোল পৌরসভা ও শার্শা উপজেলায় ৭ দিনের কঠোর বিধিনিষেধের ৪র্থ দিন চলছে। গত ২৪ ঘন্টার কোভিড-১৯ পজেটিভ সনাক্তের হার শতকরা ৭২ দশমিক ০৯ ভাগ। ৪৩টি নমুনা পরীায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্যবিধি মানছে না এ এলাকার মানুষ। বেনাপোল ও নাভারনে দোকানপাট শপিংমল বিপণী বিতাণ বন্ধ রাখার কথা বলা হলেও তার বাস্তব চিত্র উল্টো। বাগআচড়ার চিত্র আরো ভয়াবহ। গ্রামের বাজারগুলোতে রাত ১০টায়ও দোকানপাট খোলা থাকছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান বেনাপোল পৌরসভা ও শার্শা উপজেলার অন্তত ৫০টি গ্রামে করোনা ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘন্টার ৪৩টি নমুনা পরীায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্যবিধি না মানার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।














