শিশু ভাইকে বাঁচাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া বোনের আকুতি

0
244

নোমান পারভেজ শৈলকূপা ঝিনাইদহ : যে বয়সে সারাণ দুরন্তপনা খেলাধুলায় মত্ত থাকার কথা সে বয়সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামের শিশু আশিকুজ্জামান রাফাত (১১)। হৃৎপিন্ডের জটিলতায় শিশুটির দুটি ভালভই নষ্ট হওয়ার পথে। তার চিকিৎসার জন্য প্রয়োজন ৫ লাধিক টাকা। যা তার পরিবারের পে বহণ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শৈলকুপা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী শিার্থী রাফাত। বাবা একজন দরিদ্র কৃষক। বড় বোন রুপালি খাতুন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত। ছোট বোন রজনী খাতুন এইচএসসি পরীার্থী। এদিকে কৃষক বাবা ছাড়া তার পরিবারে উপার্জনম ব্যক্তি নেই। বাবা রজব আলী মন্ডল ছেলের চিকিৎসার জন্য নিজের জমিটুকু বিক্রি করে দুই লাখ টাকা জোগাড় করেছেন। কিন্তু বাকি টাকা জোগাতে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এমতাবস্থায় সাহায্যের আবেদন জানিয়েছেন রাফাতের পরিবার ও তার বড়বোনের সহপাঠীরা। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রিপোর্ট অনুযায়ী, রাফাতের হৃদপিন্ডের দুটি বাল্ব নষ্ট হওয়ার উপক্রম। সাধারণত মানুষের হৃদপিন্ডের কার্যমতা ২৫ এর নিচে নামলে মানুষ বাঁচে না। অথচ হৃদপিন্ডের বর্তমান কার্যমতা ২৯। কর্তব্যরত চিকিৎসক বলেছেন, দ্রুত তার অপারেশনের ব্যবস্থা করতে হবে। আর অপারেশন করাতে তার অভাবী পরিবারকে গুনতে হবে ৫ লাখ টাকা। রাফাতেরক বড় বোন রুপালি খাতুন বলেন, ‘টাকা জোগাড় করতে না পেরে শুধু ওষুধই খাওয়াচ্ছি ছোট ভাইকে। অপারেশন করাতে পারছি না। আমার পরিবার কিছু টাকা জোগাড় করেছে, কিন্তু বাকি টাকা কোথায় পাবো বুঝতে পারছি না। টাকার অভাবে ভাইকে বাঁচাতে পারবো কি না বুঝতে পারছি না। তিনি তার শিশু ভাইটির চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন। রাফাতকে সহায়তার জন্য তার বোন ইবির ছাত্ত্রী ১০৯৯১-৮৮১৭৬০ ও বন্ধু সাহেদের ০১৭৯৮০৬০৬৭০ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here