স্টাফ রিপোর্টার চৌগাছা ॥ যশোরের চৌগাছায় জনগুরুত্বপূর্ণ রাস্তা বাদ রেখে ৪ পরিবারের জন্য রাস্তা নির্মাণ করা হয়েছে। স্থানীয় ইউপি নওশের আলীর জোগসাজসে এই রাস্তা নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ইউপি সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেছেন এলাকাবাসি। এলাকাবাসি লিখিত অভিযোগে জানায়, ৭ নং পাতিবিলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সাদিপুর গ্রামের ভিতর দিয়ে একটি রাস্তা রোস্তমপুর বাজারে গিয়ে উঠেছে। রাস্তা দিয়ে ৩টি গ্রাম, সাদিপুর, জামিরা ও রোস্তমপুর গ্রামের প্রায় ৩ হাজার লোক যাতায়াত করে। একই সাথে রাস্তা দিয়ে এলাকার লোকজন মাঠে যায়। মাঠে প্রায় দেড়শ বিঘা জমির চাষাবাদ করা হয়। বর্ষা মৌসুম আসলে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে যায়। মাঠ থেকে কৃষি ফসল ঘরে তুলতে কৃষকরা হিমসিম খায়। একই সাথে তিনটি গ্রামের সাথে যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। দীর্ঘ দিন ধরে গ্রামবাসির দাবি রাস্তাটি সংস্কার করে বর্ষা মৌসুমে চলাচলের জন্য উপযুক্ত করা। ইউপি সদস্য নওশের আলী গ্রামবাসিকে আশ্বস্থ করেন ইউনিয়ন পরিষদ থেকে এলজিএসপির টাকা দিয়ে সড়কটি করে দিবেন। তিনি সরকারি রাস্তাটি না করে স্বজনপ্রীতি দেখিয়ে সাদিপুর গ্রামের মেইন রাস্তার পাশে ব্যক্তি মালিকানা জমিতে একটি রাস্তা তৈরী করেছেন। এলজিএসপির ৮০ হাজার টাকা বরাদ্দে ১৬০ ফুট সলিং রাস্তা তৈরী করা হয়েছে। রাস্তাটি তৈরী করার ফলে ৪টি পরিবারের সুবিধা হয়েছে বলে অভিযোগ করেন গ্রামবাসি। ইউপি সদস্যের এমন স্বজনপ্রীতি দেখে গ্রামবাসির মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। গ্রামের মুরব্বি ওয়াজ্জেদ আলী, মাজেদ আলী, মুক্তার হোসেন, রবিউল আলম জানান, দীর্ঘদিন ধরে সাদিপুর গ্রামের প্রাণের দাবি, রাস্তাটি সংস্কারপূর্বক ৩টি গ্রামের মানুষের যোগাযোগ সহজ করা। কৃষকরা যেন বর্ষাকালে ফসল তুলতে কোন বাধার সম্মুখীন না হন। মেম্বার নওশের সরকারি রাস্তা বাদ দিয়ে আলী হোসেন, সাত্তার আলী, বাবলু রহমান ও শাহজুদ্দির কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাদের বাড়ির রাস্তা তৈরী করেছেন। এই ১৬০ ফুট রাস্তা যদি করে দিতো তাহলে আমাদের তিন গ্রামের প্রায় ৩ হাজার মানুষের সুবিধা হতো। গ্রামবাসি উর্দ্ধতন কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে ইউপি মেম্বার নওশের আলীর সাথে যোগাযোগ করা হলে টাকা গ্রহণের বিষয়টি তিনি অস্বীকার করেন। তিনি বলেন ইউনিয়ন পরিষদের মিটিংএ রাস্তাটি করার জন্য সুপারিশ করি। চেয়ারম্যান এবার এলজিএসপির টাকায় রাস্তাটি করে দিয়েছেন। সরকারি রাস্তা বাদ রেখে ব্যক্তি মালিকানার রাস্তার কেন করেছেন প্রশ্নের জবাবে তিনি কোন সদুত্তোর দিতে পারেন নি। চেয়ারম্যানের কাছে শোনেন বল ফোন কেটে দেন। এ বিষয়ে ৭ নং পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল জানান, মেম্বাররা যেভাবে চাহিদা দেয় আমরা সেই ভাবে বরাদ্দ দিয়ে থাকি। তিনি ব্যক্তিমালিকানা রাস্তার বিষয়ে কিছুই জানেন না। তবে আগামী বরাদ্দে সরকারি জনগুরুত্বপূর্ণ সড়কটি করে দেবার প্রতুশ্রুতি দেন।
তালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছার আগড়ঘাটায় উদ্ধার
কাজী লিয়াকত হোসেন,তালা : সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদ পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া রবিউল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার হয়েছে। রোববার সকালে খুলনার...
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় দোয়া অনুষ্ঠানে ড. লায়ন ফরিদুল ইসলাম— বিএনপি...
মোংলা প্রতিনিধি : মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেছেন, লায়ন ড. ফরিদুল ইসলাম বিএনপির পক্ষ থেকে জাতীয়...
নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে চৌগাছায় পুলিশের কঠোর নিরাপত্তা ও চেকিং
চৌগাছা পৌর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের চৌগাছা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম...
ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুইটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা...
যশোরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের...















