ডুমুরিয়ায় দখলীয় সম্পত্তি থেকে শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে দেয়ার অভিযোগ

0
307

ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ঃ খুলনার ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের দীর্ঘ ১শত বছরের ভোগ দখলীয় সম্পত্তিতে তান্ডবলীলা চালিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক গাছ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ১২জনকে আসামী করে ডুমুরিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া গ্রামের মৃত বিএম আবু বক্কর এর পুত্র বিএম হাবিবুর রহমান (৪২) প্রাপ্ত অভিযোগে উল্লেখ করেন, বিবাদীদের সাথে তাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে পূর্ব হতে বিরোধ চলে আসছে। যাহা বাদীর দাদা মৃত বাখের আলী বিশ্বাসসহ তিনি ১শ বছর ধরে জমিতিটি ভোগদখল করে আসছেন। এমতাবস্থায় গত ২৬/০৬/২০২১ তারিখ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আন্দুলিয়া গ্রামের মৃত গোমেজতুল্য’র পুত্র আছাবুর রহমান বিশ্বাস, মৃত সামতুল্য বিশ্বাসের পুত্র হাবিবুর রহমান, হায়দার আলী বিশ্বাস ও বিএম মান্নান, হায়দার আলী বিশ্বাসের পুত্র পারভেজ্জামান ও সহীবজ্জামান, হাবিবুর রহমানের পুত্র ওহিদুজ্জামান, মৃত গফুর আকুঞ্জির পুত্র মিজানুর রহমান আকুঞ্জি, সলেমান বিশ্বাসের পুত্র সজল বিশ্বাস, মৃত গোলাম নবী গাজীর পুত্র আইয়ূব গাজী, মৃত মোকছেদ আলী বিশ্বাসের পুত্র মহিদুল বিশ্বাস এবং হাসান আকুঞ্জির পুত্র রাকিব আকুঞ্জিসহ ৫/৬জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাদীর ভোগদখলীয় সম্পত্তিতে অনাধিকার প্রবেশ করে ৪০/৫০টি সুপারী গাছ, ২০/২৫টি বাঁশ, ৭/৮টি মেহগনি গাছ, ৪/৫টি খেঁজুর গাছ, ৪/৫টি নারকেল গাছের চারা সহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কেটে প্রায় ১ল টাকার তি সাধন করেছে। তখন বাদীর ভাবী বিলকিস বেগম, মাতা হামিদা বেগম ও ছোট ভাবী রত্না বেগম বিবাদীদের কাছে এভাবে গাছ গুলো কাটার কারণ জানতে চাইলে তাদেরকে পিটিয়ে জখম করা হয়। এসময় বাদীর ছোট ভাতিজি মারিয়া ফারজানা পিংকী ও বড় ভাতিজি সুমাইয়া ইয়াসমিন এ্যানি বিবাদীদেরকে ঠেকাতে গেলে তাদেরকেও পিটিয়ে জখম করা হয়। এঘটনায় ১২জনকে আসামী করে মৃত বিএম আবু বক্কর এর পুত্র বিএম হাবিবুর রহমান ডুমুরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছে। এব্যাপারে আছাবুর রহমান বিশ্বাসের মোবাইল ফোনে কল করা হলে তিনি ফোনটি রিসিভ করেনি। এব্যাপারে ডুমুুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বলেন, মামলা এজাহার হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here