খুলনা ৬ আসনের সাংসদ বাবুর উপর হামলার ঘটনার তদন্ত শুরু

0
341

কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনা ৬ আসনের সংসদ সদস্য আলহাজ আখতারুজ্জামান বাবুর উপর কাদা ছোড়াছুড়ির ঘটনার তদন্ত শুরু হয়েছে । এ ব্যাপারে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির নির্দেশে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি এখন কয়রায় অব¯’ান করছেন। উল্লেখ্য ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসে কয়রার মহারাজপুর ইউনিয়নের দশালিয়া গ্রামে কপোতা নদীর বেঁড়িবাঁধ ভেঙ্গে গেলে ¯’ানীয় জনতা স্বে”ছাশ্রমে বেঁড়িবাঁধ নির্মানের চেষ্টা করে। এ অব¯’ায় কয়রা পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু ও কয়রা থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেনসহ একাধিক দলীয় নেতাকর্মী ১ লা জুন মঙ্গলবার ট্রলার যোগে ঘটনা¯’লে পৌছালে উ”ছশৃঙ্খল কিছু লোকজন সংসদ সদস্যের উপর হামলার ঘটনা ঘটায় । অতঃপর ঘটনাটি ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে পত্রপত্রিকা ও স্যোশাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়। এদিকে মতাসীন দলের সংসদ সদস্যের ওপর ন্যাক্কারজনক ঘটনার সুষ্টু তদন্ত করতে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে তাৎণিক পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত টিম গঠিত হয়। আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির গঠিত ৫ সদস্য তদন্ত কমিটি মঙ্গল ও বুধবার দুই দিনব্যাপী কয়রা সদর ও ঘটনা¯’ল দশালিয়া বাঁধে উপ¯ি’ত হয়ে সরোজমিনে তদন্ত করেন। গঠিত তদন্ত কমিটির আহবায়ক খুলনা জেলা আওয়ামলিীগের সিনিয়র সহ সভাপতি এ্যাডঃ এমএম মজিবর রহমান সহ কমিটির অন্যান্যরা হলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব সরফুদ্দীন বিশ্বাস বা”চু, জেলা আওয়ামীরীগের সাংগঠনিক সম্পাদক এসএম খালেদীন রশিদী সুকর্ন, জেলা দপ্তর সম্পাদক এম রিয়াজ কচি ও জেলা সদস্য অসিত বরন বিশ্বাস। উক্ত কমিটি মঙ্গলবার কয়রা উপজেলা ডাকবাংলায় দুপুর থেকে তদন্তের কাজ শুরু করে এবং উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মী, উপজেলা প্রশাসন, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশিল সমাজ, দলের তৃর্ণমুল নেতাকর্মী এবং প্রত্যদর্শীদের কাছ থেকে গভীর রাত পর্যন্ত বক্তব্য সংগ্রহ করেন। গঠিত কমিটি বুধবার সকালে ঘটনা¯’ল দশালিয়া বেঁড়িবাঁধ সরোজমিনে পরিদর্শন করে ¯’ানীয় মানুষের কাছ থেকে উল্লেখিত ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এ বিষয় উপজেলা আওয়ামীলীগের একাধিক নেতাকর্মী জানান, ঘটনার সময় সংসদ সদস্যের ট্রলার বাঁধে অব¯’ান করার মুহূর্তে দলের কতিপয় ব্যক্তির নির্দেশে উ”ছশৃঙ্খল লোকজন সংসদ সদস্যকে কাদা ছুড়ে ট্রলার থেকে না নামার হুমকী দেন। যাহা বিভিন্ন ভিডিও ফুটেজে রয়েছে বলে তারা জানান। এ প্রসঙ্গে বুধবার বিকেলে তদন্ত কমিটির আহবায়ক এ্যাডঃ এমএম মজিবর রহমানের কাছে জানতে চাইলে তিনি সুষ্টু তদন্তের সার্থে কয়রায় ২ দিন অব¯’ান করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন তার দলের অপর ৪ সদস্য সহ তিনি মঙ্গলবার দুপুরে পাইকগাছা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি (যিনি ঘটনার দিন ট্রলারে ছিলেন) আনোয়ার ইকবল মন্টুর নিকট স্যা গ্রহনের মধ্য দিয়ে ঐ দিন কয়রায় ডাকবাংলায় গভীর রাত পর্যন্ত রাজনৈতিক ব্যক্তি, উপজেলা প্রশাসন, সাধারণ জনগন, প্রত্যদর্শী জনপ্রতিনিধি, সাংবাদিক এবং প্রত্যদর্শীদের স্যা গ্রহনও করা হয়েছে। তিনি বলেন, সম্পূর্ণ বিষয়টি সঠিক ও নিরপে তদন্তপূর্বক প্রতিবেদন খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মেল হক ও যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাছিম এমপির নিকট জমা দেব ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here