স্টাফ রিপোর্টার ॥ যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলার ৬৮৮ জনের নমুনা পরীায় ২৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৪৫ শতাংশ। নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জন করোনা রোগী ছিলেন। বাকি ৯ জনের উপসর্গ ছিল। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৪৯জন। এপর্যন্ত শনাক্ত হয়েছে ১২হাজার ৩শ ৬৫ জন,সুস্থ্য হয়েছে ৭হাজার ৪শ ৬৯জন মারাগেছে ১৪৫ জন।
উল্লেখ্য গত ২৯জুন করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছিল।














