ডুমুরিয়ার মাগুরখালিতে সমিতির নামে সুদে কারবারিরা বেপরোয়া লকডাউনে কিস্তি আদায় অব্যহত, সর্বশান্ত সাধারণ মানুষ

0
379

চুকনগর প্রতিনিধি : ডুমুরিয়ার মাগুরখালীতে সমিতির নামে সুদে কারবারিরা বেপরোয়া! সর্বশান্ত হতে বসেছে ঋন গ্রহিতা সাধারণ মানুষ। কঠোর লকডাউনথেমে নেই সমিতির অব্যাহত কিস্তি আদায়। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণের রোধে দেশ ব্যাপি লকডাউনে কর্মহীন মানুষের জনজীবন অচল অবস্থার সৃষ্টি হলেও থেমে নেই সমিতির কিস্তিসহ সুদের টাকা আদায়। এতে চরম বিপাকে পড়েছেন, ুদ্র ঋন গ্রহিতা অসহায় পরিবারের সাধারণ মানুষ। তার এক বাস্তব দৃষ্টান্ত ডুমুরিয়া উপজেলার মাগুরখালি ইউনিয়নের বারইকাটি গ্রামের মৃত নিরোধ মন্ডলের ছেলে বঙ্কিম গাইন (৬০)। তিনি সুদখোরদের জুলুম ও হয়রানির হাত থেকে রা পেতে সংশ্লিষ্ট সমিতি কতৃপরে সদস্য লিটন মন্ডল (৪০), সুব্রত ফৌজদার (৪৫),অসিত মন্ডল (৩৫) সমিতির সাধারণ সম্পাদক ইউপি সদস্য গৌরাঙ্গ মন্ডল (৫০) সহ ৪ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। স্থানীয় ও ভুক্তভোগীর অভিযোগ সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার বারইকাটি-মাদারতলা সঞ্চয় ঋনদান সমবায় সমিতি নামের একটি প্রতিষ্ঠান থেকে ভুক্তভোগী বঙ্কিম গাইন সাংসারিক প্রয়োজনে চড়া সুদে ১০ হাজার টাকা ঋন গ্রহন করেন। কিন্তু ১০ হাজার টাকার বিপরীতে ওই সমিতি কতৃপ কে সুদ সহ ৩২ হাজার টাকা প্রদান করেন বঙ্কিম । তার পরেও এখন পরিশোধ হয়নি ঋনের টাকা। বরং আরও ৪৪ হাজার টাকা দিতে হবে ভুক্তভোগীকে। আর এ টাকা আদায় করতে বঙ্কিম কে বিভিন্ন সময় হুমকি ধামকি সহ ভয়ভীতি দেয়া হচ্ছে। আর সমিতির অব্যহত কিস্তি আদায়ে সর্বশান্ত হয়ে পড়েছেন বঙ্কিম গাইন সহ একাধিক অসহায় পরিবার। সমিতির সাধারণ সম্পাদক গৌর মন্ডল জানান, অভিযোগের বিষয় সঠিক নয়।তাদের সমিতির লাইসেন্স হালনাগাদ রয়েছে। যার নম্বর ১২১। অভিযোগ তদন্তকারি কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম জানান,অভিযোগের কপি পেয়েছি। তদন্ত পূর্বক পরবর্তী পদপে নেয়া হবে। ভুক্তভোগী বঙ্কিম গাইন সহ এলাকাবাসী অবৈধ সুদে কারবারিদের কবল থেকে রা পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here