কপিলমুনি প্রতিনিধি ঃ কপিলমুনিতে আপন বড় ভাই আরশাদ আলী কৃর্তক ছোট ভাই সাত্তার সরদারের স্ত্রীকে মারপিটের অভিযোগ উঠেছে।ঘটনারদিন এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ফোলা জখমের উদ্ধৃতি দিয়ে নির্যাতিত রিক্তা খাতুন (৩০) পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। এব্যাপারে রিক্তা খাতুন ডিজির সূত্র ধরে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন। অভিযোগ ও জিডি সূত্রে জানাযায়, পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের অন্তর্গত প্রতাপকাটী গ্রামের মৃত: মিরাজ সরদারের বড় পুত্র আরশাদ আলীর সাথে সাত্তার সরদার ও তার স্ত্রী রিক্তা খাতুনের জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এমতাবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার (১ লা জুলাই) সকাল ৮ টার দিকে টুনকো অজুহাতে আরশাদ আলী রিক্তা খাতুন ও তার স্বামী সাত্তার সরদারকে নিয়ে অশ্লীল কু-বাক্য ব্যবহার করতে থাকে। একপর্যায়ে রিক্তা খাতুন প্রতিবাদ করলে বাধে-বিপত্বি। ঘটনাক্রমে আরশাদ আলীসহ তার দুই পুত্র ও ছোট ভাই জাকির সরদার দূর্বল প্রকৃতির মেঝ ভাই সাত্তার সরদার ও তার স্ত্রীর উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ফোলা জখম করে। একপর্যায়ে এলাকাবাসীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর কোন উপায়ন্ত না পেয়ে ঘটনারদিন রিক্তা খাতুন বাদী হয়ে তার উপর ঘটে যাওয়া ঘটনার বিবরণী উল্লেখ করে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং- ২৫, তারিখ-০১/০৭/২০২১। অন্যদিকে জিডির তদন্তভার এএসআই কামরুজ্জামান উপর ন্যাস্ত হলেও তিনি বিষয়টি এখন তদন্ত না করায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছে ভুক্তভোগী পরিবারটি। এব্যাপারে ঘটনার শিকার রিক্তা খাতুনের নিকট জানতে চাইলে তিনি বলেন, তাদের বিয়ের পর থেকেই তার ভাসুরসহ অন্যান্যরা তাদের উপর নির্যাতন চালিয়ে আসছে। এর আগেও তাদের মারপিট করে হাসপাতাল পর্যন্ত পাঠায়। এসব বিষয় নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার বসাবসি হয়েছে। কিন্ত কোন সুরহা হয়নি। তিনি আরো জানান, থানায় জিডি করার খবরে তারা আরো বেপরোয়া আচরণ শুরু করেছে। যে কারণে ঘর থেকে বের হতে পারছিনা। সর্বশেষ ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের জরুরী হস্থপে কামনা করেছেন।
তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা...
১০ বছর পর বিএনপিতে ফিরলেন আবু তাহের সিদ্দিকী
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুরে এইচবি ব্রিক্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে...
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ও ৯...
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়,...














