কপিলমুনিতে ছোট ভাইয়ের স্ত্রীকে মারপিটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

0
341

কপিলমুনি প্রতিনিধি ঃ কপিলমুনিতে আপন বড় ভাই আরশাদ আলী কৃর্তক ছোট ভাই সাত্তার সরদারের স্ত্রীকে মারপিটের অভিযোগ উঠেছে।ঘটনারদিন এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ফোলা জখমের উদ্ধৃতি দিয়ে নির্যাতিত রিক্তা খাতুন (৩০) পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। এব্যাপারে রিক্তা খাতুন ডিজির সূত্র ধরে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন। অভিযোগ ও জিডি সূত্রে জানাযায়, পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের অন্তর্গত প্রতাপকাটী গ্রামের মৃত: মিরাজ সরদারের বড় পুত্র আরশাদ আলীর সাথে সাত্তার সরদার ও তার স্ত্রী রিক্তা খাতুনের জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এমতাবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার (১ লা জুলাই) সকাল ৮ টার দিকে টুনকো অজুহাতে আরশাদ আলী রিক্তা খাতুন ও তার স্বামী সাত্তার সরদারকে নিয়ে অশ্লীল কু-বাক্য ব্যবহার করতে থাকে। একপর্যায়ে রিক্তা খাতুন প্রতিবাদ করলে বাধে-বিপত্বি। ঘটনাক্রমে আরশাদ আলীসহ তার দুই পুত্র ও ছোট ভাই জাকির সরদার দূর্বল প্রকৃতির মেঝ ভাই সাত্তার সরদার ও তার স্ত্রীর উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ফোলা জখম করে। একপর্যায়ে এলাকাবাসীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর কোন উপায়ন্ত না পেয়ে ঘটনারদিন রিক্তা খাতুন বাদী হয়ে তার উপর ঘটে যাওয়া ঘটনার বিবরণী উল্লেখ করে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং- ২৫, তারিখ-০১/০৭/২০২১। অন্যদিকে জিডির তদন্তভার এএসআই কামরুজ্জামান উপর ন্যাস্ত হলেও তিনি বিষয়টি এখন তদন্ত না করায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছে ভুক্তভোগী পরিবারটি। এব্যাপারে ঘটনার শিকার রিক্তা খাতুনের নিকট জানতে চাইলে তিনি বলেন, তাদের বিয়ের পর থেকেই তার ভাসুরসহ অন্যান্যরা তাদের উপর নির্যাতন চালিয়ে আসছে। এর আগেও তাদের মারপিট করে হাসপাতাল পর্যন্ত পাঠায়। এসব বিষয় নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার বসাবসি হয়েছে। কিন্ত কোন সুরহা হয়নি। তিনি আরো জানান, থানায় জিডি করার খবরে তারা আরো বেপরোয়া আচরণ শুরু করেছে। যে কারণে ঘর থেকে বের হতে পারছিনা। সর্বশেষ ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের জরুরী হস্থপে কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here