দশমিনায় বিকাশ হ্যাক ইউপি সদস্যের অর্থ চুরি

0
313

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনা উপজেলায় মোবাইল ব্যাংকিং সিস্টেম বিকাশের একাউন্ট হ্যাক করে এক ইউপি সদস্যের অর্থ চুরি ঘটনা ঘটে। প্রতারনার শিকার ইউপি সদস্য বিকাশ হট লাইনে ফোন করে সুরাহা না পেয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করে। অভিযোগে জানা যায়, উপজেলার দশমিনা সদর ইউপি সদস্য-০১ মোঃ মনিরুজ্জামান মনির’র ব্যবহৃত ০১৬০৮১৭৬৩০৫ নম্বরে অজ্ঞাত নামীয় ০১৭৩৬৪৮৪৩১৩ মোবাইল নম্বর থেকে শুক্রবার কল করে কৌশলে ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি বুঝতে পেরে বিকাশ হট লাইন ১৬২৪৭ এ অভিযোগ করেন ইউপি সদস্য মনির। ঘটনার পর থেকে প্রতারকের নম্বর বন্ধ রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দশমিনা থানায় ৯৬৬/২১ নং জিডি করেন। এই ঘটনায় দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, বিষয়টি লিখিত পেয়েছি প্রতারক চক্রকে ধরতে পুলিশ কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here