কেশবপুরে লাশের সৎকারে পাশে দাঁড়ালেন গৌতম রায়

0
302

উদয় শংকর সিংহ,কেশবপুর ব্যুরো : কেশবপুর উপজেলার সাগরদাড়ী ইউনিয়নের কোমরপুর গ্রামের চিন্তা দাস (৬৫) শুক্রবার বিকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান সে মৃত পূর্ণেন্দু দাসের স্ত্রী। দুই পুত্র ও এককন্যা। দীর্ঘ সময় অতিবাহিত হলে তার লাশের সৎকারেরর জন্য কেউ এগিয়ে আসেনি। এ সংবাদ পেয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকারের দিক নির্দেশনা এবং উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সার্বিক সহযোগিতায় সৎকারের জন্য এগিয়ে আছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য গৌতম রায়। এ সময় তার সাথে ছিলেন যুবলীগ নেতা অলোক চক্রবর্তী, ছাত্রলীগ নেতা খান রকি প্রমূখ। সকল প্রস্তুতি সম্পন্ন করে শুক্রবার রাত ১০দিকে নেওয়া শশ্নানে।রাত ৩ দিকে শেষ কৃত্যস¤পন্ন হয়েছে। এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ স¤পাদক গৌতম রায় বলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি শ্যামল সরকারর রাত ৮দিকে ফোন দিয়ে আমাকে ব্যবস্থা নিতে বলেন।এরই পর ফোন দেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বিষয়টি আমাকে জানান। তিনি আমাদের পিপিসহ সব উপকরণের ব্যবস্থা করে দেন। আমি সাথে সাথে অলোক চক্রবর্তীসহ কয়েকজনকে সাথে নিয়ে তার বাড়িতে যেয়ে তার শবদেহ শশ্নানে নিয়ে যেয়ে রাত ৩টার দিকে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here