খুলনা বিভাগে কোভিডে আরও ৩২ মৃত্যু

0
290

খুলনা প্রতিনিধি : খুলনা বিভাগে এক দিনে করোনাভাইরাসে আর ৩২ জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা মারা যান বলে বিভাগীয় স্বাস্থ্য অধিপ্ততরের পরিচালক রাশেদা সুলতানা জানান। তিনি বলেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি খুলনায় ১১ জন, যশোরে আটজন, কুষ্টিয়ায় পাঁচজন, ঝিনাইদহে তিনজন, চুয়াডাঙ্গায় দুইজন, নড়াইলে দুইজন ও মেহেরপুরে একজন মারা গেছেন। শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগে মোট ৫৯ হাজার ২৬০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে মারা গেছেন এক হাজার ১৬৮ জন। সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৬৫২ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলা শনাক্ত হয়েছেন ৭৪ জন। এ পর্যন্ত জেলায় শনাক্ত হয়েছেন ১৬ হাজার ২৩৭ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮৫ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ২৪৮ জন। খুলনার সিভিল সার্জন দপ্তরের চিকিৎসা কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘণ্টায় খুলনার হাসপাতালগুলোয় ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে খুলনা জেলার সাতজন রয়েছেন। অন্যরা অন্যান্য জেলার। গত ২৪ ঘণ্টার পরীায় জেলায় শনাক্তের হার ৪১ শতাংশ বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here