ঝিনাইদহে এলাইভ এর আয়োজনে করোনা সুরা শঘ৯৫ মাস্ক বিতরণ

0
331

কামরুজামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ বেসরকারী সংস্থা এলাইভ এনজিও এর উদ্যোগে, শনিবার সকাল ১১ টার সময় অষষ ওহ ঞবপযহড়ষড়মরবং এর সহযোগিতায় চায়নার তৈরি শঘ৯৫ মাস্ক প্রদান করেন ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটের সকল সম্মানিত সদস্য বৃন্দকে ও সাধারণ মানুষের মাঝে। মহামারি করোনা কালীন সময়ে দেশের সম্মুখ সারির করোনা যোদ্ধা,সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের জন্য মাক্স তুলে দেন এলাইভ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মেহেদী মাসুদ। এসময় তিনি গণমাধ্যম কর্মীদের কে বলেন সারা বিশ্বের মতো করোনা মহামারি আমাদের দেশেও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। তাই কেউ জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হবেন না ভীড়ে নয়, নীড়ে থাকুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here