কালীগঞ্জে জমি জায়গা সংক্রান্ত গোলোযোগে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের হাতের আঙ্গুল কেটে দিলেন প্রতিপক্ষরা

0
271

শেখ ইমন হোসেন কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ কালীগঞ্জ উপজেলার টুপদিয়া গ্রামে জমি জায়গা সংক্রান্ত গোলোযোগে সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শেখ শামছুর রহমানকে পিটিয়ে জখম ও হাতের আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ৪ জুলাই সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে টুপদিয়া গ্রামে। এ ঘটনায় কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে মোঃ আব্দুস সুবহান (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে। মারাত্মক আহত শিক্ষক শেখ শামছুর রহমান (৬৯) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কালীগঞ্জ থানায় এজাহারের অভিযোগ সূত্রে জানা গেছে টুপদিয়া গ্রামের মৃত শেখ আব্দুর রহমানের পুত্র অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শেখ শামছুর রহমানের সাথে গণেশপুর গ্রামের মোঃ শওকতের ছেলে সুবহান, পাইকমারী গ্রামের মৃত মুজিবর রহমানের ছেলে ওমর আল মামুন, টুপদিয়া গ্রামের মৃত পোচল গাজীর ছেলে জাহের আলী গাজী, ফজলু গাজীর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। তারা দলবদ্ধ হয়ে দা, লাঠি শাবল নিয়ে রবিবার সকালে শামছুর রহমানের দীর্ঘদিনের খরিদাকৃত ভোগদখলীয় বসত ভিটায় জোরপূর্বক প্রবেশ করে। বসত বাড়ীর দক্ষিন পার্শ্বের সীমানায় ঘেরা বেড়া, বিভিন্ন গাছপালা কেটে জমি ফাকা করতে থাকে। এসময় শামছুর রহমান গাছপালা কাটটে নিষেধ করলে জাহের আলী গাজীর হুকুমে অন্যান্যরা শামছুর রহমানকে এরোপাতাড়ী কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে। এক পর্যায়ে সোবহান তার হাতে থাকা ধারালো রামদা দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে কোপ মারিলে তিনি হাত দিয়ে ঠেকালে বাম হাতের তর্জনী আঙ্গুলে লেগে আঙ্গুল কেটে দ্বিখন্ডিত হয়ে রক্তাক্ত জখম হয়। তিনি মাটিতে পড়ে গিয়ে চিৎকার করতে থাকে। তখন ওমর আল মামুন তার গলার উপর পা দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে। প্রতিপক্ষরা এসময় তার বসত ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও ক্ষতিসাধন করে। আহত শেখ শামছুর রহমান প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় এবং তার হাতের আঙ্গুল কেটে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা নিয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে কালীগঞ্জ থানার এস.আই সেলিম রেজা সঙ্গীয় পুলিশ সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সোবহান নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষক বাদী হয়ে কালীগঞ্জ থানায় ৪ জনের নামে একটি এজাহার দায়ের করেছে। উক্ত বিষয় নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here