যশোরে ইয়াবাসহ একজন গ্রেফতার

0
240

স্টাফ রিপোর্টার : যশোরের কেশবপুর উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে ১৩০ পিচ ইয়াবাসহ বদিউর রহমান নামে একব্যক্তিকে আটক করেছে র‌্যাব। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বদিউর রহমান সাতক্ষীরার কলারোয়া উপজেলার দিয়ারা গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। শনিবার বিকাল ৩টার দিকে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে বদিউর রহমানকে ১৩০ পিচ ইয়াবাসহ গোপালপুর বাজার সংলগ্ন ব্রীজের পাশ থেকে আটক করা হয়। এসময় তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান এবং পদাতিক ও স্কোয়াড কমান্ডার লে.এম সারোয়ার হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here