সতীঘাটা কামালপুরে স্বামীর উপর অভিমান করে বিষপানে স্ত্রীর আত্মহত্যা

0
231

কুয়াদা(যশোর)প্রতিনিধি : শনিবার যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়ন ০৬ নং ওয়ার্ড কামালপুর গ্রামের সুমনের স্ত্রী শিউলি খাতুন (২৮) স্বামী উপর অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেছে। শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, সতীঘাটা কামাল পুর গ্রামের আবুল হোসেনের ছেলে সুমন হোসেন (৩০)। ১৪ বছর আগে বারান্দী পাড়া পুকুর পাড় মৃত মোহাম্মদ আলীর মেয়ে শিউলি খাতুনে’র (২৮) সাথে সতীঘাটা কামাল পুর গ্রামের আবুল হোসেনের ছেলে সুমনে’র (৩০) সাথে তার বিবাহ হয়। ০৩/০৭/২০২১ ইং তারিখের শনিবার রাত আনুমানিক ৮, ৩০ মিনিটে সময় কামালপুর গ্রামের আবুল হোসেন’র ছেলে সুমন’র (৩০) সাথে তার স্ত্রী শিউলি খাতুনে’র(২৮) সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে তার স্বামী সুমন ঘর থেকে বাইরে চলে যান। কিছুন পর তার স্ত্রী শিউলি খাতুন স্বামি সুমনের উপর অভিমান করে নিজ বসত ঘরে বিষ পান করে আত্মহত্যা করেন বলে জানা যায়। এ ঘটনার সংবাদ গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাকে বাচাঁতে এবং উদ্ধার করে প্রথমে কুয়াদা মুন হাসপাতালে নিয়ে যান, কিন্তু তার শারিরীক অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিউলি খাতুনের মৃত্যু হয়েছে বলে তার স্বামীর পরিবারের কাছ থেকে জানা যায়।
এ বিষয় কোতয়ালি মডেল থানার এস আই ইবনে খালিদ’র কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here