মোংলায় শেখ তন্ময় এমপি’র সহায়তায় ছাত্রলীগের অক্সিজেন ব্যাংক চালু

0
353

মাসুদ রানা,মোংলা ঃ করোনা ভাইরাস মোকাবেলায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়’র সহায়তায় মোংলা উপজেলা ও পৌর ছাত্রলীগের পরিচালনায় এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন’র তত্ত¡াবধানে মঙ্গলবার দুপুরে প্রেসকাব রোডে অক্সিজেন ব্যাংক’র উদ্বোধন করা হয়। মঙ্গলবার দুপুর দেড়টায় অক্সিজেন ব্যাংক’র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শিকদার ইয়াসিন আরাফাত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা, সাধারণ সম্পাদক শেখ শাহরুখ বাপী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সজীব খান, ছাত্রলীগ নেতা মোঃ পারভেজ খান, আব্দুল্লাহ আল আমীন সানি, মোঃ হানিফ, মোঃ সাব্বির শিকারী, মোঃ জুয়েল রানা, মোঃ রুবেল হোসেন, মোঃ মাসুদ পারভেজ, মোঃ ইমরান আকন বাবু, মুশফিক সাগর, অনিক মন্ডল প্রমূখ। অক্সিজেন ব্যাংক’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন করোনা ভাইরাস মোকাবেলায় অক্সিজেন ব্যাংক উদ্বোধনে সহায়তা করার জন্য শেখ সারহান নাসের তন্ময় এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা করোনাকালের দুঃসময়ে মানুষে পাশে থেকে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহŸান জানান। বিশেষ প্রয়োজনে ছাত্রলীগের অক্সিজেন ব্যাংকে যোগাযোগের নাম্বার হচ্ছে ০১৭১১০১২৪০৩, ০১৯৮২৬৮৯৫০১, ০১৯১৬১০৬১০৪, ০১৯২৬৩২১৭৯৬, ০১৭৫২১৩৮৬৫৩ ও ০১৭৭০৭৫৪২৭০। উদ্বোধনী অনুষ্ঠানে করোনা রোগীর বিনামূল্যে অক্সিজেন সেবা পেতে উল্ল্যেখিত নাম্বারে মোংলাবাসীদের যোগাযোগ করতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here