কুয়াদা(যশোর)প্রতিনিধিঃ যশোর সদরের রামপুরে দুই পরিবারের বসত বাড়ির রাস্তা জোরপূর্বক বন্ধ করে দিয়েছে প্রতিবেশী আব্দুল আজিজ ( ৬০) নামের এক ব্যক্তি।
স্থানীয় সুত্রে জানা যায়,যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডেরর রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়েরর সংলগ্নে মৃত্যু ইয়াকুব গাজীর ছেলে রহমান গাজী ( ৬০) ও আব্দুর রহিম গাজী (৫৫)।প্রতিবেশী মৃত্যু মোহাম্মদ আলির ছেলে আঃ আজিজ গাজি ( ৬০)।পূর্বশত্রুতার জের ধরে, ক্ষমতার দাপটে জোরপূর্বক ভাবে তাদের বসত বাড়ির চলাচলের রাস্তায় গাছের ডালপালাসহ বিভিন্ন জিনিস দিয়ে রাস্তাটি বন্ধ করে দিয়েছে।
এ নিয়ে ভুক্তভোগী দুই পরিবারের লোকজনেরা চরম বিপাকে পড়েছেন। এ ঘটনায় এলাকায় টান-টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসি। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য হযরত আলীর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাটি আমি শুনলাম আমি দেখছি।















