গত ১১ মাসের সফলতা অনেক যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাশের সাফল্য

0
325

যশোর প্রতিনিধি : গত ১১ মাসে যশোর জেলা গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোমেন দাস ব্যাপক সফলতা নিয়ে গত বৃহস্পতিবার যশোর থেকে বিদায় নিলেন৷ তিনি আগামী রোববার নতুন কর্মস্থল বাগেরহাট জেলায় যোগদান করবেন৷ সোমেন দাস স্বল্প সময়ে এত বেশি সফলতা, যশোর ডিবি পুলিশের গত ২০ বছরেও দেখতে পাইনি যশোরবাসি৷ মাত্র ১১ মাসে তিনি অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারের পাশাপাশি একাধিক চাঞ্চল্যকর ও কুলেস হত্যা, ডাকাতি, ছিনতাই, চুরি, অপহরণ ও প্রতারনার ঘটনার অসংখ্য মামলার রহস্য দ্রুত সময়ের মধ্যে উদ্ঘাটন করে তিনি তার দতা, কর্তব্য নিষ্ঠা, আন্তরিকতা ও সততার অনন্য নজির স্থাপন করেছেন। তিনি যশোর ডিবি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তী উজ্জল করেছেন। তার নেতৃত্বে গোয়েন্দা শাখা, যশোর আজ যশোর বাসির আস্থা অর্জন করতে সম হয়েছেন। তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হিসাবে নয় একজন টিমলিডার হিসাবে ডিবি পুলিশের নেতৃত্ব দিয়েছেন। যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে প্রথম কর্মস্থল ছিল তার । এ বিষয়ে বিদায়ী কর্মকর্তা সোমেন দাস বলেন, চাকুুরীর সুবাদে বদলি হয়েছি। জনস্বার্থে আমাকে বদলি বা রুটিন হিসেবে বদলি করা হয়েছে। যশোর থেকে অল্প কয়েকদিনের মধ্যে নতুন জেলা হিসেবে বাগেরহাটে যোগদান করবো। তিনি মনে করেন ভবিষ্যতে আরো ভালো কাজ করবে নতুন কেউ আসলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here