নড়াইলে চুরি যাওয়া মালসহ হাতেনাতে চোর ধরা

0
422

নড়াইল প্রতিনিধি ঃ চোরের সাত দিন গৃহস্থের এক দিন। নড়াইলের কালিয়া বাজারে চুরি করতে এসে চুরি যাওয়া মাল সহ হাতেনাতে ধরা খেলো চোর। দীর্ঘদিন যাবত কালিয়া বাজারে বিভিন্ন দোকানে চুরি হচ্ছিল পাহারাদার বুঝতে পারছিল না কি হচ্ছে। এরপর শুরু হলো ভোর রাত বা সকালের দিকে পাহারা জোর দার করা । ৯ জুলাই ফজরের নামাজের পরে চোর নিজের ভ্যানে মালামাল তুলে বীর দর্পে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা খেল বাজার কমিটির সভাপতি অশোক কুমার ঘোষের হাতে। তিনি বলেন, আমাদের বাজার থেকে অনেক মাল খোয়া গেছে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে তাদের মাধ্যমে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো। চোরের বাড়ি কালিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের সিতারামপুর গ্রামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here