মহেশপুরে করোনায় কৃষকলীগ নেতার মৃত্যু ॥ আক্রান্ত আরো ২২

0
352

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহের মহেশপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদের (৮০) মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আব্দুল হামিদ মহেশপুরের জাগুসা গ্রামের বাসিন্দা। এদিকে গতকাল শনিবার মহেশপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ২২ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হাসিবুর সাত্তার জানান, কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ কয়েকদিন ধরেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি আরো জানান, শনিবার মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৩ জনের করোনা ভাইরাসের নমুনা নেওয়া হয়। পরে ৫৩ জনের মধ্যে ২২ জনের করোনা প্রজেটিফ রিপোট আসে। এদিকে টানা ১০ম দিনের মতো চলছে কঠোর ভাবে অলডাউন। সকাল থেকেই একেবারেই জনশুন্য মহেশপুর শহর। মোড়ে মোড়ে রয়েছে পুলিশের চেকপোষ্ট। সেই সাথে রয়েছে সেনা সদস্যদের টহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here