জেল জরিমানা তারপরও ঝিনাইদহের মানুষ মানছে না স্বাস্থ্যবিধি

0
275

কামরুজামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহে লকডাউনের ১৩তম দিনে হাট-বাজারে মানুষের উপচেপড়া ভীড়, সড়ক-মহাসড়কে বেড়েছে মানুষের উপস্থিতি। সকাল থেকেই বাজারে গাদাগাদি করে কেনা-বেচা করছেন ক্রেতা-বিক্রেতারা, শহরে বেড়েছে মানুষের চলাচল। স্বাস্থ্যবিধি মেনে চলা তো দুরের কথা অনেকের মুখে নেই মাস্ক। জেলা প্রশাসন কঠোর নজরদারী করলেও মানুষ ইঁদুর বিড়ালের খেলায় মত্ত। প্রশাসনের চোখ ফাঁকি দিতে গিয়ে নিজেরাই করোনায় আক্রান্ত হচ্ছেন। ফলে প্রতিনিয়তই সংক্রমন বৃদ্ধির সাথে সাথে মৃত্যুর সংখ্যাও বেড়েই চলেছে। দেখা গেছে পুলিশ, প্রশাসনের গাড়ী দেখলেই দোকানের ঝাপ বন্ধ করে দিচ্ছে। আবার প্রশাসনের লোকজন চলে গেলে আবার দোকান খুলছে। আবার কিছু কিছু দোকানের সামনে চেয়ার পেতে বসে আছে দোকানদার। খরিদ্দার আসলে দোকান খুলে ভিতরে করছে বেচাকেনা। সাধারণ মানুষ সচেতন না হলে প্রশাসন কি করবে। এমনই কথা বলতে শোনা যাই সাধারণ মানুষের মুখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here