স্টাফ রিপোর্টার : যশোর জেলা পুলিশ এর পক্ষ থেকে নাপিত, ফল বিক্রেতা ও হোটেল কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ সামগ্রী সুবিধাবঞ্চিতদের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা মোহাম্মদ জাহাংগীর আলম,অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), মোঃ মুনাদির ইসলাম চৌধুরী, সহকারী পুলিশ সুপার(প্রবি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) সুমন ভক্ত, (অপারেশন) সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০কেজি চাউল, ১কেজি পোলার চাউল, ১কেজি চিনি, ১প্যাকেট দুধ ও ১টি সাবান। পৌর এলঅকার ১০০ জন এই উপহার পান।















