নড়াইলে কোরবানির পশুর হাট বসবে ১২টি স্থানে

0
282

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল ঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু কেনা-বেচার জন্য নড়াইল জেলার তিনটি উপজেলায় ১২টি স্থানে পশুর হাট বসবে। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় দুটি, লোহাগড়া উপজেলায় সাতটি ও কালিয়া উপজেলায় তিনটি।
বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সরকারি কর্মকর্তা, গরু ব্যাবসায়ী, হাট ইজারা কারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
এ সভায় জানানো হয়, ঈদুল আযহা পর্যন্ত হাটগুলি চলবে। করোনার সংক্রমণ প্রতিরোধ ও সুষ্ঠুভাবে হাট পরিচালনার জন্য স্বাস্থ্যবিধি মানাসহ ২৭টি নির্দেশ জারী করেছে জেলা প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here