বাগআঁচড়াতে করোনায় নিহত সেই মফিজুরের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

0
191

বেনাপোল থেকে এনামুল হকঃ যশোরের শার্শা উপজেলার বাগআচড়াতে করোনায় জীবন হারানো সেই মফিজুরের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে।
পাওনা টাকা আত্মসাৎ করতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে হিসাবের খাতা পত্র চুরি করেছে একটি মহল চুরি করেছে পরিবারের ধারণা। পুলিশ ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছে।

বুধবার দিবাগত রাতে শাশার সাতমাইল বাজারে অবস্থিত জনতা টেড্রাস নামে মফিজুরের সার ও কিট নাশকের দোকান থেকে কিছু নগত অর্থ হিসাবের খাতা পত্র চুরি হয়।

এদিকে পরিবারটিতে একমাত্র উপার্জনের মানুষটির মৃত্যুর শোক সইতে না সইতে এভাবে পাওনা অর্থ আত্মসাৎ করতে দূর্বৃত্তদের এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোকানে থাকা সিসি ক্যামেরায় দোকান থেকে চুরির ভিডিও চিত্র সংগ্রহ করেছে পুলিশ। ভিডিও চিত্রে দেখা যায় এক যুবক দোকানের ভেন্টিলিটার ভেঙে দোকানের মধ্যে প্রবেশ করছে।

এর আগে গত শনিবার মফিজুর ও দুই দিন পর সোমবার তার যমজ বোন আশুরা বেগম করোনা আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মফিজুর রহমানের ভাই শফিকুল ইসলাম জানান, মফিজুর এলাকার বড় সার ও কিটনাশক ব্যবসায়ী। ধারণা মতে তার প্রায় ৩ থেকে সাড়ে তিন কোটি টাকার মত মানুষের কাছে পাওনা ছিল। কেউ না কেউ পাওনা টাকা পরিশোধ না করার চক্রান্তে হিসাবের এসব খাতা পত্র চুরির ঘটনা ঘটাতে পারে। পুলিশে অভিযোগ করা হয়েছে। বিষয়টি তারা তদন্ত করছেন।

শার্শার বাগআচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল ফরিদ জানান, নিহতের ভাই বাগআচড়া শেখ আফিল উদ্দীন ডিগ্রী কলেজের প্রভাষক আতিয়ার রহমান পুলিশে অভিযোগ দায়ের করেছেন। গত এক সপ্তাহে সিসি ক্যামেরা ভিডিও চিত্র ব্যবসা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা হয়েছে। অপরাধী সনাক্তের চেষ্টা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here