তালায় আম্ফানে তিগ্রস্তরা পেলো নতুন ঘর

0
152

কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার \ তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামে ঘূর্ণিঝড় আম্ফানে তিগ্রস্তদের মাঝে ঘর মেরাতম সামগ্রী, নতুন ঘর এবং টয়েলট নির্মাণ করে দেয়া হয়। গতকাল দুপুরে ক্যাম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ মহান্দী তালা সাতীরার অর্থায়নে এবং আর্শিবাদের বাস্তবায়নে এসব সামগ্রী বিতারণ করা হয়। পাষ্টার অনাদি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেভারেন সুভাষ রায়, জেমস্ মাজি, মিলন সরকার, মায়া বিশ্বাস, ম্যাকনিল ফুলিয়া, বিকাশ দাস,রতন সরকার প্রমুখ। এসময় ২৭ টি পরিবারের মাঝে ঘর মেরামতের জন্য ৪ বান করে টিন,২১ পরিবারের মাঝে নতুন ঘর এবং ১৯ পরিবারে টয়লেট নির্মাণ করে দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here