নড়াইলে বিএনপির করোনা পর্যবেণ ও হেল্প সেন্টার উদ্বোধন

0
283

মিশাকাতুজ্জামান, নড়াইল : মানুষ মানুষের জন্য’ এই ¯োগানে নড়াইল জেলা বিএনপির করোনা পর্যবেণ ও হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে। ১৫ জুলাই বিকেলে শহরের আদালতপুর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়া সবার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ এ কার্যক্রম পরিচালনা করছেন। তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনা পর্যবেণ ও হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে ফ্রি অক্সিজেন সেবা, ডাক্তারি পরামর্শ ও অনলাইনে করোনার টিকা নিবন্ধন বিষয়ে সহযোগিতা করা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন-জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ তৌহিদ মোর্শেদ সোহেল, যুগ্মসাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক টিপু সুলতান, শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, সহ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, বিএনপি নেতা খন্দকার কিয়ামুল হাসান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ মুসা মোল্যা, জেলা যুবদলের সহসভাপতি শাহজান সিদ্দিকী টিটো, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মআহবায়ক আরিফুজ্জামান মিলন, যুগ্মআহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা ছাত্রদলের যুগ্মসম্পাদক লিটন শেখ, ইঞ্জিনিয়ার তাইবুল হাসান, নড়াইল পৌর যুবদলের আহবায়ক জাবেদুল হক জনি, নড়াইল সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন, যুগ্মআহবায়ক রাসেল বিশ্বাস, নড়াইল পৌর যুবদলের যুগ্মআহবায়ক আলহাজ্ব বিশ্বাস, লোহাগড়া পৌর যুবদলের যুগ্মআহবায়ক মোস্তাফিজুর রহমান আমিন, যুগ্মআহবায়ক আশিকুজ্জামান স্বপন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হাসান, নড়াইল সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন গাজী, যুগ্মআহবায়ক হাবিব, নড়াইল পৌর ছাত্রদলের সদস্য সচিব জয়নুল আবেদীন, যুগ্মআহবায়ক সোহাগ, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের যুগ্মআহবায়ক সাহবাজ সজিব প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here