বেনাপোলে ৩শ’ ৩৫ পরিবারের মাঝে অর্থ বিতরণ

0
174

বেনাপোল থেকে এনামুলহক ঃ পবিত্র ঈদুল আজহা উপলে বেনাপোল পোটথানার শিকড়ী, খড়িডাঙ্গা ও মালিপোতা গ্রামের ৩শত ৩৫ জনের অসহায় পরিবারকে ১৬ জুন শুক্রবার বেলা ১১টায় ৮শত টাকা করে ২লাখ ৬৮ হাজার টাকা বিতারন করা হয়েছে।শিকড়ী মালিপোতা গ্রামের বাহরুননেছা কাশেমআলী হিজবুল কোরান এতিমখানায় চত্বরে এসব নগদ অর্থ বিতারন করা হয়।বাহারুননেছা কাশেম আলী হিজবুল কোরান এই প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্হিতি ছিলেন, বাহারুননেছা কাশেম আলী হিজবুল কোরান এতিমখানার প্রতিষ্ঠিতা সভাপতি বিশিষ্ট সি এন্ড এফ ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব শামছুর রহমান,বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুলহক(মুকুল), বেনাপোল বাজার কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা হাজী আজিজুর রহমান (আজু)বেনাপোল ইউনিয়ন পরিষদের মেম্বর জাহাঙ্গীর হোসেন, হাফেজ শাহিন আলম, প্রেসকাব বেনাপোলের সভাপতি মোঃ এনামুলহক, সহ মালিপোতা গ্রামের সিরাজ, রিয়াজ উদ্দীন ও রবিউলগাজী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here